পরীক্ষামূলক উড্ডয়নেই এয়ারবাসের বিমান বিধ্বস্ত আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: স্পেনের দক্ষিনাঞ্চলে এয়ারবাসের একটি এ৪০০এম সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সামরিক পরিবহন বিমানটি স্পেনের সেভাইল থেকে শনিবার পরীক্ষামূলক উড্ডয়নের পরপরই একটি মাঠে বিধ্বস্ত হয়। এটি তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল। ভারী পণ্য পরিবহনে সক্ষম ইউরোপের নতুন বিমানের এটি প্রথম দুর্ঘটনা।
বিমানটি জরুরি অবতরণের চেষ্টাকালে সান পাবলো বিমানবন্দরের ১.৬ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বলে সরকারি কর্মকর্তারা জানান। এ দুর্ঘটনা ইউরোপের বৃহত্তম প্রতিরক্ষা প্রকল্পের জন্য একটি আঘাত। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে তা নিয়ে এয়ারবাস কর্তৃপক্ষ কিংবা সরকারি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। দুর্ঘটনার পর বিমানটি থেকে কালো ধোঁয়া উড়তে এবং অগ্নিনির্বাপণকারীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে। সূত্র: এএফপি মন্তব্য
No comments:
Post a Comment