Wednesday, April 8, 2015

মেক্সিকোতে সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশ নিহত:Time News

মেক্সিকোতে সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশ নিহত ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ০৮ এপ্রিল, ২০১৫ ১৩:২০:৪৬ মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে এক সন্ত্রাসী হামলায় দেশটির ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে হামলাকারীদের সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার গভীর রাতে প্রশান্ত মহাসাগর উপকূলীয় পুয়ের্তো ভ্যালার্তা ও জালিসকো রাজ্যের রাজধানী গুয়া
ডালাজারার সংযোগ সড়কে এ হামলার ঘটনা ঘটে। এর আগে ২০১০ সালে মিকোয়াকান এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলো ১২ পুলিশ সদস্য। এরপর সোমবারের হামলাটিই দেশটিতে সবচেয়ে বড় হামলার ঘটনা বলে মন্তব্য করা হচ্ছে। জালিসকো রাজ্যটি মেক্সিকোর কুখ্যাত মাদক চক্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘জালিসকো নিউ জেনারেশন’ এর ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সোমবারের হামলার পেছনে তাদের হাত রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা। এআর


No comments:

Post a Comment