Monday, March 30, 2015

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু প্রধান নিহত:Time News

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু প্রধান নিহত খুলনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ৩০ মার্চ, ২০১৫ ০১:০৬:৪৮ খুলনার কয়রা উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু বাহিনীর প্রধান আল আমিন নিহত হয়েছেন। এসময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। রবিবার রাত সোয়া ১০টার দিকে সুন্দরবনের ঝপঝপিয়া খালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বল জানায়। খুলনা জেলা পুলিশ সুপার হাবি
বুর রহমান জানান, সকাল ৭টার দিকে কয়রা উপজেলার আমাদী সেতু টোল এলাকা থেকে পুলিশ আল আমিনকে আটক করে। সারাদিন থানায় জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় অাল আমিন নিজেকে বনদস্যু বাহিনীর প্রধান বলে স্বীকার করে। রাত ৮টার দিকে তিনি সুন্দরবনে অস্ত্র আছে বলে জানালে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সুন্দরবনের ঝপঝপিয়া খাল এলাকায় যায়। সেখানে যাওয়ার পর তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। রাত সোয়া ১০টা পর্যন্ত দস্যুদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আল আমিনকে উদ্ধার করে কয়রার জায়গীর মহল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বন্দুকযুদ্ধে পুলিশের এস আই হাফিজ ও কনস্টেবল রাজু, হারুন ও একরামুল আহত হন। তাদের কয়রা হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে। জেআই  


No comments:

Post a Comment