Wednesday, March 4, 2015

রানআউট শেহজাদ, পাকিস্তান ২০৯/৩:Time News

রানআউট শেহজাদ, পাকিস্তান ২০৯/৩ টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ০৪ মার্চ, ২০১৫ ০৯:৫৬:০৭ বিশ্বকাপে গ্রুপপর্বের খেলায় শুরুটা ভাল না হলেও ক্রমেই ছন্দে ফিরছে পাকিস্তান। এবার ছন্দে ফেরার দলটির সামনে পড়েছে আরব আমিরাত। সর্বশেষ আহমেদ শেহজাদ ও হারিস সোহেলের হাফসেঞ্চুরিতে ৩ হারিযে২০৯ রান করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের নেপিয়ারে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খেলতে নেমে দলীয় ১০ রানের ম
ধ্যে এক উইকেট হারিয়েছে পাকিস্তান। গুরুজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার নাসির জামশেদ (৪)। কোয়ার্টার ফাইনালের পথ পরিষ্কার করতে পাকিস্তানের জন্য এই ম্যাচে জয় পাওয়া অবশ্য কর্তব্য। অন্যদিকে, এবারের আসরে প্রথম জয়ের স্বাদ পেতে মুখিয়ে রয়েছে আরব আমিরাত। এএইচ


No comments:

Post a Comment