রাজধানীতে ১৪ দলের জনসভায় ককটেল: আহত ২ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৪ মার্চ, ২০১৫ ১৬:১৯:২১ ১৪ দলীয় জোটের জনসভায় ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন—স্বেচ্ছাসেবক লীগ নেতা মোক্তার হোসেন (২৬) ও মো. সেলিম। রাজধানীর হাজারীবাগ শিশুপার্কে বুধবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোক্তার হোসেন জানান, আওয়ামী লীগের জনসভায় একটি ককটেল বিস্ফোরিত হলে তারা দুজন আহত হন। পরেসহকর্মী আহাদুল দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প-ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, মোক্তার হোসেনের বাম হাতে, বাম কানে ও মাথার পিছনে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। জেএ
No comments:
Post a Comment