রাজধানীসহ সারাদেশে মিছিল-পিকেটিং, আটক শতাধিক স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৪ মার্চ, ২০১৫ ১২:৫২:৩৭ ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবৈধ সরকারের পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজ বুধবার রাজধানীসহ সারাদেশে মিছিল ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। এদিকে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- ক্ষমতার মোহে বর্তমান সরকার আন্তর্জাতিক অঙ্গনে দেশকে জঙ্গি বানানোর চেষ্টা করছে। তারা মনে করে জঙ্গি প্রমাণ করতে পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে। রাজধানীর মিরপুরে রাস্তা থেকে ধরে নিয়ে দুই জন নিরীহ যুবকের বুকে ৫৪টি গুলি করা হয়েছে। আরো বলা হয়, প্রতিনিয়ত বিরোধী নেতাকর্মীদের ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। রাজপথে প্রতিবাদী মানুষের ওপর গুলি চালানো হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে । জুলুম করে কোনভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না আওয়ামীলীগ। অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে । প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে আজকের হরতালের চিত্র তুলে ধরা হল: ধানমন্ডিতে ঢাকা কলেজ শিবিরের মিছিল: ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ১ম দিনে রাজধানীর ধানমন্ডিতে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। বুধবার সকাল সাড়ে ৭টায় শাখা সভাপতি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি ধানমন্ডির কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা কলেজ সভাপতি বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। উত্তরা ও কেরানীগঞ্জে যাত্রীবাহী ২ বাসে আগুন: মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে কেরানীগঞ্জের কদমতলী বাসস্ট্যান্ডে একটি এবং রাত সাড়ে ৯টায় উত্তরা বিজিএমইএ ভবনের সামনের সড়কে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মতিহার থেকে ১৫ হাতবোমা উদ্ধার: রাজশাহী নগরীর মতিহারা থানার কাটাখালি বাইপাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে এ হাতবোমা উদ্ধার করা হয়। পঞ্চগড়ে বিআরটিসি বাসে পেট্রল ঢেলে আগুন: পঞ্চগড়ের বোদা উপজেলার বগদুলঝুলা বাজার এলাকায় পার্কিং করা বিআরটিসির একটি বাস ও একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ট্রাক চালক সুমন, ট্রাকের মালিক শওকত আলী, বাস চালক আল আমিন ও হেলপার লালন। বুধবার ভোর রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবনগঞ্জে ৯ টি ট্রাকে আগুন: চাঁপাইনবাবগঞ্জের কানষাট এলাকার কয়লাবাড়িতে ৯ টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মতিউর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন। গাজীপুরে শিবিরের মিছিল: ৪৮ ঘন্টা হরতালের ১ম দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগরীর মানব উন্নয়ন সম্পাদক ফজলুল হক নোমান,শিবির নেতা শাকির বিন হোসাইন, মোনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল: বুধবার সকাল ৯টার দিকে শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে একটি মিছিল শহরের ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আকুয়া মাদরাসা কোয়ার্টার গোরস্থানের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । মোহাম্মদপুরে মিছিল-পিকেটিং: সকাল ৮টায় রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মোহাম্মদপুর ও আদাবর থানা। ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য শফিউর রহমানের নেতৃত্বে মিছিলটি হয়। যাত্রাবাড়িতে জামায়াতের মিছিল: বুধবার সকাল ৭টায় রাজধানীর কলেজরোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতানিজামুদ্দিন, শাহজাহান আলী, লোকমান হোসেন, আশরাফুল আলম, উমর ফারুক প্রমূখ। কদমতলীতে মিছিল: সকাল ৭টায় শনিরআখড়ায় মিছিল করেছে কদমতলী পূর্ব থানা জামায়াত। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা আনোয়ার হোসেন, হাবিবুল্লাহ, শফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুধ । সারাদেশে গ্রেফতার: রাজধানীতে গ্রেফতার ৯, মৌলভীবাজারে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩, চট্টগ্রাম ৬, চাঁদপুরে আটক ৫, গাইবান্ধায় ১৪। ইআর
No comments:
Post a Comment