পাকিস্তানের রানের পাহাড় টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ০৪ মার্চ, ২০১৫ ১১:০৫:৪৯ বিশ্বকাপে গ্রুপপর্বের খেলায় সংযুক্ত আরব আমিরাতকে জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে শেহজাদ, মিসবাহ ও সোহেলের হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিযে ৩৩৯ রান করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের নেপিয়ারে এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। খেলতে নেমে দলীয় ১০ রানের মধ্যে এক উইকেট হারায়পাকিস্তান। গুরুজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার নাসির জামশেদ (৪)। জামশেজেদের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন আহমেদ শেহজাদ ও হারিস সোহেল। এই জুটিতে দলীয় স্কোরে যুক্ত হয় ১৬০ রান। মোহাম্মদ নাভিদের বলে সোহেল আউট হলে জুটি ভাঙে। সাজঘরে ফেরার আগে ৭০ রান করেন সোহেল। অসাধারণ খেলেছেন শেহজাদ। দারুণ খেললেও আক্ষেপ তার থাকবে। অল্পের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে ব্যক্তিগত ৯৩ রানে রানআউট হন এই ক্রিকেটার। তারপরও বড় স্কোর গড়তে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। শেষ অবধি সোহেল মাকসুদের ৪৫ ও অধিনায়ক মিসবাহ উল হকের ৬৫ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে তারা। কোয়ার্টার ফাইনালের পথ পরিষ্কার করতে পাকিস্তানের জন্য এই ম্যাচে জয় পাওয়া অবশ্য কর্তব্য। অন্যদিকে, এবারের আসরে প্রথম জয়ের স্বাদ পেতে মুখিয়ে রয়েছে আরব আমিরাত। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান : ৩৩৯/৬ (শেহজাদ ৯৩, সোহেল ৭০, মিসবাহ ৬৫, মাকসুদ ৪৫, আফ্রিদি ২১*; গুরুজে ৪/৫৬) এএইচ
No comments:
Post a Comment