Wednesday, March 25, 2015

মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর অনুরোধ ‘শত নাগরিক কমিটি’র :Natun Barta

ঢাকা: সিটি নির্বাচন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত ও মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপিপন্থী বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘শত নাগরিক কমিটি’র প্রতিনিধিদল। বুধবার বিকালে শত নাগরিক কমিটি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানায়। সাক্ষাৎ শেষে কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্বাবদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. এমাজউদ্দীন আহম
েদ বিকাল পাঁচটার দিকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জানান, প্রধান নির্বাচন কমিশনার তার সাধ্যমতো চেষ্টা করবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন। এর আগে বেলা সোয়া তিনটায় তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান। প্রতিনিধি দলে আরো ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা ইয়াসমীন মুন্নী ও সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার। নতুন বার্তা/নিমা/মোআ  


No comments:

Post a Comment