Sunday, February 15, 2015

পাকদের সামনে রানের পাহাড়:Time News

পাকদের সামনে রানের পাহাড় স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:২৮:১৪ ভারতের বিপক্ষে বিশ্বকাপে গত পাঁচ ম্যাচে একটিতেও জয় পায়নি পাকিস্তান। পাঁচবারই টসে হেরে পরে ব্যাট করে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল দলটি। এবারও তাদের সামনে রানের পাহাড়। চিরপ্রতিদ্বন্দ্বীদেরকে ৩০১ রানের লক্ষ্য বেধে দিয়েছে ভারত। রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছ
ে ভারত। এদিন বল হাতে প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট শিকার করতে পারেনি পাকিস্তান। উল্টো চার-ছক্কা হাঁকানো শুরু করে ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু তাদেরকে বাড়তে দেননি বোলার সোহাইল খান। তার বলে ক্যাচ তুলে দিলে অধিনায়ক মিজবাহর তালুবন্দী হন রোহিত শর্মা। ২০ বলে দুই চারে ১৫ রান করে সাজঘরে ফিরে যান তিনি। দলের হাল ধরেন ধাওয়ান ও কোহলি। গড়ে তোলেন শক্তিশালী জুটি। দলীয় ১৬৩ রানে ধাওয়ান রান আউটটের ফাদেঁ পড়লে ভেঙে যায় তাদের ১২৯ রানের জুটি। মাঠ ছাড়ার আগে ৭৬ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন ধাওয়ান। তবে থেমে থাকেননি কোহলি। দেখতে দেখতে সেঞ্চুরি করে ফেলেন তিনি। এটি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোনো ভারতীয় ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি। ১৯ বরে সাত চারে ১০০ রান পূর্ণ করেন। অবশেষে সোহাইলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন তিনি। মাঠ ছাড়ার আগে নিজের নামের পাশে জমা করেন ১২৬ বলে ৮ চারে ১০৭ রান। কোহলিকে যোগ্য সঙ্গ দেয়া সুরেশ রায়না ৭৪ রানে মাঠ থেকে বিদায় নিলে বেশ দ্রুতই কয়েকটি উইকেট হারায় ভারত। জাদেজা (৩) ধোনি (১৮) ও রাহানে (০)। পাকিস্তানের বোলার শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা আর হয়নি। ১০ ওভারে ৫৫ রান দিয়ে দলের ৫টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া ওয়াহাব রিয়াজ একটি উইকেট পান। এর আগে ভাগ্যের লড়াই টসে জয় পেয়ে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন। পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, ইউনিস খান, হারিস সোহাইল, মিজবাহ উল হক (অধিনায়ক), সোহাইব মাকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, সোহাইল খান, মোহাম্মদ ইরফান। ভারত দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, উমেশ যাদব, মুহিত শর্মা, মোহাম্মদ সামি। জেডআই


No comments:

Post a Comment