Sunday, February 8, 2015

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা:Time News

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা কুটনৈতিক রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:৫৩:০০ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তাদের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেছেন বলে দানি করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার কর্তৃক ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা
প্রতিষ্ঠান ”বিজনেস কাউন্সিল ফর ইন্টার ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং” (বিসিআইইউ) এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভার বরাত দিয়ে কনসুলেট অফিস এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মার্কিনযুক্তরাষ্ট্রেনিযুক্তবাংলাদেশের রাষ্ট্রদূতমোহাম্মদজিয়াউদ্দিন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও ”আঞ্চলিক কেন্দ্র”হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বিনিয়োগ আকর্ষণের জন্য বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আঞ্চলিক কানেকটিভিটি-র ক্ষেত্রে বর্তমান সরকারের গুরুত্ব প্রদানের বিষয়টি উল্লেখ করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক কানেকটিভিটি ধারণাকে জোরদার করার মাধ্যমে আঞ্চলিক সম্মৃদ্ধি আনয়নের লক্ষ্যে কয়েকটি দেশে দায়িত্ব গ্রহণের পরেই সফর করেন। বাংলাদেশে আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরে তিনি অধিকহারে বিশেষত জ্বালানী, জাহাজ-নির্মাণ, কৃষিজাতপণ্য প্রক্রিয়াকরণ, ঔষধশিল্প, সিরামিক, আইসিটি, টেলি-যোগাযোগসহ সম্ভাবনাময় ও লাভজনক খাতে বিনিয়োগের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরী পোষাক রপ্তানীর ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে তিনি ভূমিকা রাখার জন্য মার্কিন বিনিয়োগকারীদের অনুরোধ জানান। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এর উপস্থাপনায় পরে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। অনুষ্ঠানে Citigroup, MasterCard International, Ellicott Dredgers, Coca-Cola Co., Fontheim International, American Eagle and Sikorsky Aircraft–সহ বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাদের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেছেন বলেও কনসুলেট জেনারেল অফিসের প্রেসবার্তায় দাবি করা হয়। অংশগ্রহণকারী কোম্পানীগুলোর বেশ কয়েকটি ইতোমধ্যেই বাংলাদেশে বিনিয়োগ করেছে বলেও প্রেস বার্তায় উল্লেখ করা হয় এবং বলা হয়, বাংলাদেশ সম্পর্কে উৎসাহী বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে এ আলোচনা মার্কিন ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরার অব্যাহত প্রচেষ্টারই অংশ। কেবি


No comments:

Post a Comment