Saturday, February 14, 2015

বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৯৩:Time News

বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৯৩ টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:১৯:১৮ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৯৩ জনকে আটক করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে রাজধানীতে ৩০, মানিকগঞ্জে ৭, গাইবান্ধা ১৪, খুলনা ২৬ ও নড়াইলে ১৫ জনকে আটক করা হয়েছে। রাজধানী: শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্
যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জন বিএনপি ও ১৫ জন জামায়াত-শিবির কর্মী। মানিকগঞ্জ: মানিকগঞ্জে নাশকতার আশঙ্কায় বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার আব্দুল হক (৫০), মুনছুর আলী (৩১), হুকুম আলী (৪৫), সিংগাইর উপজেলার আলম হোসেন (২০), বিপ্লব মিয়া (২১), শিবালয় উপজেলার শরিফ মণ্ডল (১৮), দৌলতপুর উপজেলার ছুনু মিয়া (৪০) ও আবদুল বাতেন (৪০)। গাইবান্ধা: গাইবান্ধায় বিভিন্ন নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলা সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানাতে চাননি তিনি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, র‌্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পেট্রেলবোমা মেরে মানুষ হত্যা মামলা ও জেলার ছয় থানায় নাশকতা মামলার আসামী হিসেবে ১৪ জন আসামী রয়েছেন। তিনি আরও জানান, গ্রেফতাররা বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। খুলনা: খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত অভিযানে ২৬ জন আটক হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীর ৮ থানায় অভিযানচালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদেরমধ্যে ২ জন বিএনপি ও ১ জন শিবির কর্মী রয়েছেন। বাকীরা বিভিন্ন মামলার আসামি। নড়াইল: পুলিশের বিশেষ অভিযানে নড়াইলে বিভিন্ন মামলা ও নাশকতার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে চারজন, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় চার, ও নড়াগাতি থেকে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেন। জেএ


No comments:

Post a Comment