Wednesday, February 11, 2015

সুপারসনিক প্রশিক্ষণ জঙ্গি বিমান উদ্বোধন করল ইরান:Time News

সুপারসনিক প্রশিক্ষণ জঙ্গি বিমান উদ্বোধন করল ইরান আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১১ ফেব্রুয়ারি, ২০১৫ ০৮:৩৬:১২ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি সুপারসনিক প্রশিক্ষণ জঙ্গি বিমান উদ্বোধন করেছে। উদ্বোধনের পর এটি জনসমক্ষে প্রদর্শন করা হয়। নতুন এ জঙ্গি বিমানের নাম দেয়া হয়েছে সায়েকে বা বজ্র। ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি আজ (সোমবার) বলেছেন, দুই ককপ
িটের সুপারসনিক জঙ্গি বিমানটির নকশা প্রনয়ণসহ এটি তৈরির সব প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রকৌশলী ও বিশেষজ্ঞরা। প্রশিক্ষণ জঙ্গি বিমানটি খুব নিচ থেকে অভিযান পরিচালনা করতে পারে। তিনি আরও বলেছেন, এটি হচ্ছে সায়েকে বা বজ্র মডেলের দ্বিতীয় সংস্করণ। এ সংস্করণে যুদ্ধাভিযানের সক্ষমতা বাড়ানো হয়েছে। পাইলটদের দক্ষ করে তোলার সব ধরনের উন্নত ব্যবস্থাও এতে সংযোজন করা হয়েছে। ইসলামি বিপ্লবের ৩৬ তম বার্ষিকী উপলক্ষে আজ এই বিমানটি উদ্বোধন ও প্রদর্শন করা হয়। ইসলামি বিপ্লব বার্ষিকী উপলক্ষে আগামী কয়েক দিনের মধ্যে ইরানের আরো কিছু অর্জন ও সাফল্য তুলে ধরা হবে। সূত্র: আইআরবি   ইআর


No comments:

Post a Comment