Saturday, February 28, 2015

রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী গুলিতে নিহত:Time News

রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী গুলিতে নিহত ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০৮:৪৬:৪২ রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বোরিস নেমতসভ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার মস্কোতে ক্রেমলিন ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একটি সাদা কার থেকে একদল ব্যক্তি হঠাৎ নেমে পিস্তল দিয়ে নেমতসভের পেছন দিক থেকে গুলি
করে।এরপর তারা পালিয়ে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ। ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিন্দা ও গভীর শোক জানিয়েছেন। বোরিস নেমতসভ প্রেসিডেন্ট পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।বিভিন্ন সময় তিনি পুতিনের সমালোচনা করতেন। প্রসঙ্গত, ১৯৯০-এরদশকে প্রেসিডেন্ট বোরিস ইয়েলতসিন’র সময় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর ছিলেন নেমতসভ। কেএইচ


No comments:

Post a Comment