Tuesday, February 10, 2015

সংলাপের দাবিতে রাষ্ট্রপতি ও দুই নেত্রীকে চিঠি:Time News

সংলাপের দাবিতে রাষ্ট্রপতি ও দুই নেত্রীকে চিঠি স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৩৪:৩৫ চলমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপের উদ্যোগ গ্রহণের জন্য চিঠি দিয়েছে নাগরিক সমাজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সন্ধ্যায় চিঠি দুটি পৌঁছে দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সাবেক সিইসি এ টি এম শামসুল হু
দা। অপরদিকে ‘নাগরিক সমাজে’র পক্ষে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের প্রতিনিধি এ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহমুদ সোমবার সন্ধ্যার পর গুলশান কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন। চিঠিটি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা এ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির প্রেস উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার জানান, চলমান সঙ্কট নিরসনে বিশিষ্ট নাগরিক সমাজের উদ্যোগে ‘জাতীয় সংলাপ’ নিয়ে অবহিত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। চিঠির বিষয়ে নাগরিক ঐক্য প্রক্রিয়ার অন্যতম সংগঠক সুলতান মোহাম্মদ মনসুর বলেন, এ টি এম শামসুল হুদা শনিবার নাগরিক ঐক্য প্রক্রিয়ার গোলটেবিল বৈঠকে দেশের বর্তমান সঙ্কট নিয়ে উদ্যোগ প্রকাশ করেছিলেন। তিনি বর্তমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেন। এর অংশ হিসেবে আজকে তিনি চলমান সঙ্কট নিরসনে সবাইকে চিঠি দিয়েছেন। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ আয়োজিত গোলটেবিল আলোচনায় জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা। কেএইচ


No comments:

Post a Comment