Monday, February 9, 2015

মিছিল-পিকেটিংয়ে চলছে জোটের দ্বিতীয় দিনের হরতাল:Time News

মিছিল-পিকেটিংয়ে চলছে জোটের দ্বিতীয় দিনের হরতাল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১০:২০:০৫ দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি চলছে টানা ৭২ ঘণ্টার হরতাল। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। টানা হরতালের দ্বিতীয় দিন সোমবার ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে মিছিল-পিকেটিং করছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার বিএনপির যু
গ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি এ হরতাল চলবে বলে ওই বিবৃতি উল্লেখ করা হয়। গাজীপুরে মিছিল, টাইম বোমা উদ্ধার, আটক ১৪: গাজীপুরের কোনাবাড়ীতে লাঠি হাতে মিছিল করেছে ছাত্রাশিবির। মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে সোমবার সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় অন্তত ৫টি গাড়ি ভাংচুর করে বিক্ষিপ্ত ছাত্রজনতা। এদিকে, রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলীতে একটি শক্তিশালী টাইম বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। উদ্ধারের পর র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিষ্ক্রিয় করেছে। এ ছাড়া রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। এর মধ্যে জয়দেবপুর থেকে ৬ জন, শ্রীপুর থেকে ৪ জন, কালিয়াকৈর থেকে ২ জন এবং টঙ্গী থেকে ২ জন বিএনপি-জামায়াতের কর্মীকে আটক করা হয়। খুলনায় ছাত্রশিবিরের মিছিল: সোমবার সকালে নগরীর খুলনা কলেজ গেট এলাকায় মহানগরী ছাত্রশিবির নেতা তারিকুর রহমান মিছিলে নেতৃত্বে মিছিল বের করে সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ ছাড়া দৌলতপুরে এ মিছিল বের করে বিএল কলেজ শিবিরের নেতৃবৃন্দ। ক্যাম্পাস সেক্রেটারি সুজন কাজীর নেতৃত্বে মিছিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইকরামুল কবীর, মাহমুদুল হাসান, মোঃ খলিল, সাদ্দাম, রাসেল প্রমুখ। ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন: ময়মনসিংহের মুক্তাগাছার রামচন্দ্রপুর এলাকায় রোববার রাত আড়াইটার দিকে কাজী ফার্ম লিমিটেডের মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কাভার্ড ভ্যানটি গাজীপুর থেকে মধুপুর যাচ্ছিল। এতে ভ্যানে থাকা মুরগির বাচ্চা পুড়ে গেছে। ভ্যানটিও সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মুরগির বাচ্চাসহ ভ্যানটি পুড়ে যায়। মুন্সীগঞ্জে বাস-ট্রাকে আগুন: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন ফেরি ঘাট এলাকায় গোধুলি পরিবহণের একটি বাসে সোমবার সকালে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে সকালের দিকে গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ডের কাছে হাস পয়েন্টে দাঁড়িয়ে থাকা কুমিল্লাগামী বই বহনকারী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এই সময় ট্রাক চালক নামতে গিয়ে আহত হন। পাবনায় ট্রাকে পেট্রোল বোমা, আটক ১৩: ভোর ৪টার দিকে সদর উপজেলার খয়েরসুতি হাইস্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের চালকের সিট পুড়ে যায়। এদিকে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা শহরের চাঁপা মসজিদ এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করে শিবির নেতা-কর্মীরা। মিছিলটি বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ ছাড়া নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।    এআর/ইআর


No comments:

Post a Comment