
করেছে। প্রকাশক বলেছে, ‘স্থানীয় অগ্রাধিকার’ দিতে গিয়ে তাদের মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলা হয়েছিল। তবে তারা এখন মনে করছে, সেটা করা তাদের ঠিক হয়নি। নিউজ কোরের একটি অঙ্গপ্রতিষ্ঠান হলো যুক্তরাষ্ট্রভিত্তিক হারপারকলিন্স। আর নিউজ কোরের নির্বাহী চেয়ারম্যান মিডিয়া মোগল রুপার্ট মারডক সুপরিচিত ইসরাইলপন্থী। মধ্যপ্রাচ্যের ওই মানচিত্রটি প্রকাশের পর ইসরাইলপন্থীরা ব্যাপক সোরগোল শুরু করে। সূত্র : ডেইলি মেইল। এএইচ
No comments:
Post a Comment