Thursday, January 1, 2015

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো জমা:Time News

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো জমা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০১ জানুয়ারি, ২০১৫ ১২:৩৪:১২ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সশস্ত্র বাহিনীর পে কমিটি রিপোর্ট পেশ করেছে। অর্থ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সকালে বেতন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করে এ রিপোর্ট জমা দেন। রিপোর্টে সর্বনিম্ন বেতন ৮২০০ টাকা ও সর্বোচ্চ বেতন ৮০,০০০
টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেলের বেতন ৮৮,০০০ টাকা এবং সশস্ত্র বাহিনীর প্রধানের বেতন এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদনে ১৬টি গ্রেডে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশন অফিসারদের বেতন পদ সুপারিশকৃত বেতন (টাকা) সেকেন্ড লেফটেন্যান্ট ৩০, ০০০ লেফটেন্যান্ট ৩২,০০০ ক্যাপ্টেন ৩৭,০০০ মেজর ৪৫,০০০ লেফট্যানেন্ট কর্নেল ৫২,০০০ কর্নেল ৬০,০০০ ব্রিগেডিয়ার জেনারেল ৭০,০০০ মেজর জেনারেল ৮৪,০০০ (নির্ধারিত) লেফট্যানেন্ট জেনারেল ৮৮,০০০ (নির্ধারিত) সৈনিক ও জুনিয়র কমিশন অফিসারদের বেতন এনসি (ই) ৯,০০০ সৈনিক ৯,৫০০ লেন্স করপোরাল ১০, ৫০০ করপোরাল ১১,৫০০ সার্জেন্ট ১৭,০০০ ওয়ারেন্ট অফিসার ২৫,০০০ সিনিয়র ওয়ারেন্ট অফিসার ২৭,০০০ চিফ আর্টিফিশার ২৮,০০০ মাস্টার ওয়ারেন্ট অফিসার ২৯,০০০ এএইচ


No comments:

Post a Comment