
চ্ছেন কৃষক। দিনাজপুরে এবার ১২ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে আবাদ হয়েছে বেশি জমিতে। ফলনও হয়েছে ভালো। বেশ খোস মেজাজেই ছিল সবজি চাষীরা। লাখ লাখ টাকার সবজি রপ্তানি করে আসছিলো রাজধানীসহ বিভিন্ন জেলায়। কিন্তু অবরোধ আর হরতালের কারণে সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। সবজি রপ্তানী করতে না পারায় ক্ষেতের সবজি ক্ষেতেই নষ্ট হচ্ছে। দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতয়ালীর উলিপুরের কৃষক মকবুল হোসেন জানালেন,তিনি ১৫ দিন আগে যে সিম ২৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তা এখন ৫ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। এতে উঠছে না তার শ্রমিক খরচ। বাজারে সবজির এতো কম দাম যাতে করে উৎপাদিত খরচ উঠে আসছে না তাদের। বরং উৎপাদিত ব্যয়ের অর্ধেক টাকাও আসছে না সবজি বিক্রি করে। বর্তমানে বাজারে সবজি পানির দরে বিক্রি হচ্ছে। অবরোধের কারণে জেলার বাইরে পাঠানো যাচ্ছে না সবজি। আইনশৃংখলা বাহিনী প্রহরায় সবজি জেলার বাইরে পাঠানোর সময় বেশকিছু সবজি বোঝাই ট্রাক অবরোধকারীদের রোষানলে পড়েছে। সবজি বোঝাই গাড়ীতে আগুন দিয়েছে অবরোধকারীরা। ফলে সবজি জেলার বাইরে যেতে না পরায় জেলার হাট-বাজারগুলোতে সবজির স্তুপ জমছে। এতে কম দামে ক্রেতারা সবজি কিনতে পেরে একটু স্বস্তি পেলেও বিক্রেতারাও পড়েছেন বিপাকে। নতুন আলু উঠেছে। মাঝাডাঙ্গা গ্রামের কৃষক মোস্তফা কামাল জানালেন, বাজারে বিক্রি হচ্ছে ৮ টাকা থেকে ১০ টাকা কেজি দরে। তবে তারা পাচ্ছে না আলুর ন্যায্য দাম। উৎপাদিত আলু নিয়ে বিপাকে পড়েছেন তারা। ঢাকায় আলু পাঠাতে গিয়ে তার এক ট্রাক আলু যমুনা সেতুর কাছে পুড়ে গেছে। অবরোধকারীরা ট্রাকে পুড়ে দিয়েছে আলু। শাক বিক্রি হচ্ছে পানির দামে। অনেকে দাম না পেয়ে এবং বাজার না পেয়ে পশু খাদ্য হিসাবে ব্যবহার করছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান জানিয়েছেন, দিনাজপুরে এবার ১২ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে আবাদ হয়েছে বেশি জমিতে। ফলনও হয়েছে ভালো। বেশ খোস মেজাজেই ছিল সবজি চাষীরা। লাখ লাখ টাকার সবজি রপ্তানি করে আসছিলো রাজধানীসহ বিভিন্ন জেলায়। হাজার হাজার শাক-সবজি উৎপাদনকারী কৃষক এখন অবরোধ আর হরতালের কারণে পুঁজি হারিয়ে মাথায় হাত দিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে অনেক চাষী ব্যাংক অথবা এনজিওগুলোর কাছে ঋণ নিয়ে এখন ঋণ পরিশোধ করতে পারছে না। আর্থিক ক্ষতি সামাল দিতে অনেকে বাড়ির শেষ সম্বল বিক্রি করছে। পাওনাদাররা প্রতিদিন ঋণ গ্রহীতার বাড়িতে হানা দিচ্ছে। অনেকে পাওনাদারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। লাগাতার হরতাল আর অবরোধে উৎপাদিত সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদিত সবজির ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষেতের সব্জি ক্ষেতেই বিনষ্ট হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে সবজি চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে কৃষক, এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা। এআর
No comments:
Post a Comment