সরকারি উস্কানিতেই রিয়াজের ওপর হামলা: খালেদা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৪ জানুয়ারি, ২০১৫ ০৯:১৩:৪১ উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানেরকে গুলির ঘটনা বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা এই উদ্বেগ প্রকাশ করেন।। খালেদা জিয়া বলেন, “আমাকে অবরুদ্ধ অবস্থায় দেখে বাড়ি ফেরার পথে পুলিশবেষ্টনীর অদূরে তার ওপর এই কাপুরুষোচিত হামলা চালানো হয়। বিরোধীদলের ওপর এ্ভাবে নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে বলে আমি মনে করি না। এ সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদের ভাষা নেই।” খালেদা জিয়া অভিযোগ করে বলেন, “সরকারি উচ্চমহলের উস্কানিমূলক বক্তব্যের পরেই রিয়াজ রহমান এ ধরণের হামলার শিকার হলেন।” তিনি হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন। তিনি বলেন, “দেশে সুপরিকল্পিতভাবে এ ধরণের ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্য়কালাপের পরিণাম শুভ হবে না বলে আমি ক্ষমতাসীনদের সতর্ক করে দিচ্ছি।” তিনি বলেন, “সন্ত্রাস, গুপ্ত হামলা, গুম, খুনের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে তার পুরো দায় শাসক মহলকেই বহন করতে হবে।” জেএ
No comments:
Post a Comment