তুরাগ তীরে মুসল্লিদের ঢল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ জানুয়ারি, ২০১৫ ১০:৩৫:১৭ আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা হাজির হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি যোগ দিয়েছেন তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা ময়দানে। কেউ বাসে, কেউ ট্রেনে আবার কেউবা হেঁটেই শামিল হচ্ছেন লাখো মানুষের জমায়েতে। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলিগ জামাতের মুরব্বি ও আলেমরা বয়ান করছেন। তারা দ্বীনি আমল, আখলাক নিয়ে আলোচনা করছেন। মনোযোগ সহকারে শুনছেন উপস্থিত লাখো মুসল্লি। আল্লাহ আল্লাহ, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক জিকিরে মুখর এখন পুরো টঙ্গী এলাকা। যতই সময় যাচ্ছে ইজতেমা ময়দানে মানুষের স্রোত যেন বাড়ছেই। এ স্রোত ১৬০ একর ইজতেমা ময়দান পেরিয়ে আশপাশের রাস্তাও অতিক্রম করছে। দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন রোববার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোনাজাতের দিন অন্যান্য দিনের চেয়ে দ্বিগুন ফোর্স (দুই শিফটের ফোর্স এক শিফটে) মোতায়েন করা হবে। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ, আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ থাকবে।’ তিনি আরও বলেন, ‘ইজতেমা উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে ইজতেমা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’ মোট ৪০টি খেত্তায় ভাগ হয়ে দেশের ৩২টি জেলার মুসল্লি প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন। দুই পর্বের ইজতেমার দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি শুরু হবে। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। জেএ
No comments:
Post a Comment