Tuesday, January 13, 2015

বিধ্বস্ত এয়ার এশিয়ার ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার:Time News

বিধ্বস্ত এয়ার এশিয়ার ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৩ জানুয়ারি, ২০১৫ ১১:৪৫:০০ গত ডিসেম্বরে ১৬২ আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়া বিমানের ককপিট ভয়েস রেকর্ডার মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। পরে এটিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি জাহাজে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি এক কর্মকর্তা। অভিযানের সাথে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘সিভিআর (ককপিট ভয়েস রেক
র্ডার) পাওয়া গেছে এবং সমুদ্র তলদেশ থেকে তুলে আনা হয়েছে।’ ওই কর্মকর্তা আরও জানান, এটিকে ইন্দোনেশিয়ার নৌজাহাজ বান্দা আচেহতে নেয়া হয়েছে। এর আগে ডুবুরিরা ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করেছে। এ দুই রেকর্ডারে বিমানটির সর্বশেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিমানটি গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এআর


No comments:

Post a Comment