খুন বন্ধ না করলে সরকার আরো কঠোর হবে: প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পেট্রলবোমা মেরে, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করছে। এগুলো বন্ধ না করলে তার সরকার আরো কঠোর হতে বাধ্য হবে। তিনি বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী ভাষণে এ হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা বলেন, ‘সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মানুষ খুন করছে। গাড়িতে আগুন দিয়ে যেভাবে তারা নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, তার নিন্দা জানানোর ভাষা আমার নেই।’ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে না এসে ভুল করেছে। বিএনপি নেত্রীর সেই ভুলের খেসারত জনগণ কেন দেবে?’ প্রধানমন্ত্রী সারাদেশে যে সহিংসতা শুরু হয়েছে, তা থেকে বিরোধী জোটকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি বিএনপি-জামায়তকে সহিংসতা পরিহারের জন্য আহ্বান জানাচ্ছি। এমন কিছু করবেন না, যাতে আমার সরকার আরো কঠোর হতে বাধ্য হয়।’ মন্তব্য
No comments:
Post a Comment