রাজধানীর কাটাসুর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিও) নিজস্ব প্রতিনিধি আরটিএনএন ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। রবিবার সকাল ৮টা ২৮মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ব্য্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আফজাল হোসেন জানান, আগুনের খবর পেয়েই নিয়ন্ত্রণের জন্য ১০টি ইউনিট পাঠানো হয়েছে। মোহাম্মদপুর, পলাশী, লালবাগ ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ মিলিয়ে মোট ১০ ইউনিট এখনও ঘটনা স্থলে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। মন্তব্য
No comments:
Post a Comment