Sunday, January 18, 2015

১৪ দিনের অবরোধে পোল্ট্রি শিল্পে ক্ষতি ২৫৬ কোটি টাকা:RTNN

১৪ দিনের অবরোধে পোল্ট্রি শিল্পে ক্ষতি ২৫৬ কোটি টাকা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: অবরোধের মাত্র ১৪ দিনে পোল্ট্রি শিল্পে ক্ষতি হয়েছে ২৫৬ কোটি টাকা। আর বিগত ১৫ মাসে এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪,৫০০ কোটি টাকা। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পোল্ট্রি শিল্পের সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি) এই দাবি করেছে। সংগঠনটির নেত
ারা বলেছেন, অগ্রসরমান এই খাত এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এখনই নজর না দিলে পোল্ট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের পথে বসতে হবে। অনুষ্ঠানে বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান বলেন, ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতা, লাগাতার হরতাল-অবরোধে পোল্ট্রি শিল্পে প্রায় ৪,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। মাত্র ১৫ মাসের মাথায় আবারো শুরু হয়েছে অস্থিরতা তিনি জানান, সারাদেশে ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের মাত্র ১৪ দিনে এই খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৬ কোটি টাকা। রাজনৈতিক কর্মসূচি থেকে ক্ষতির পরিমাণ হিসাব করলে গত ১৫ মাসে তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৪,৫০০ হাজার কোটি টাকা। অনুষ্ঠানে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি ফজলে রহিম খান শাহরিয়ার বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিদিন মূলধন হারাতে হচ্ছে। পরিবহনের অভাবে খামারে উৎপাদিত ডিম ও মুরগি যথাসময়ে ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। খামারে উৎপাদিত প্রায় ২৫-৩০ শতাংশ ডিম ও মুরগি অবিক্রিত থেকে যাচ্ছে। তিনি পোল্ট্রি শিল্পকে বর্তমান ও ভবিষ্যতের সকল রাজনৈতিক সংহিসতা, হরতাল-অবরোধের আওতার বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পোল্ট্রি খাতে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে আর্থিক প্রণোদনারও দাবি জানান এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিইবি) মহাসচিব ডা. এম এম খান, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ফিআব) সাধারণ সম্পাদক খন্দকার মনসুর হোসেন, অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সহ-সভাপতি রফিকুল হক, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বাফিটা) সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment