Sunday, January 18, 2015

উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় শেষ হলো ৫০তম ইজতেমা :Natun Barta

ঢাকা: মুসলিম উম্মাহ, বিশ্ববাসী ও দেশের শান্তি এবং কল্যাণ কামনায় শেষ হলো ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার বেলা ১১টা ২০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৫০ মিনিটে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা মুহাম্মদ সাদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। ৩০ মিনিটের মোনাজাতে লাখ লাখ মুসল্লি হাত তুলে ‘আমিন’ ‘আমিন’ বলেন। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠে টঙ্গীর তুর
াগ তীর। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলিগ জামাতের মুরব্বি ও আলেমরা বয়ান করেন। তারা দ্বীনি আমল, আখলাক নিয়ে আলোচনা করছেন। মনোযোগ সহকারে শুনেন উপস্থিত লাখো মুসল্লি। এর আগে, আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও এর আশপাশ ছাড়াও বিভিন্ন স্থান থেকে নতুন করে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে। গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় মুসল্লিরা অপেক্ষা করেন ইজতেমাগামী যানবাহনের জন্য। এদিকে মোনাজাতে অংশ নিতে সকাল পৌনে ৮টায় ইজতেমাগামী দুই মুসল্লি রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এবং টঙ্গী এলাকায় এক মুসল্লি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।   গতকালের বৃষ্টিতে ইজতেমা ময়দানসহ আশপাশের রাস্তাঘাট পানি জমে কাদা হয়ে গেছে। খোলা আকাশের নিচে রান্নাবান্নার জন্য তৈরি মাটির অস্থায়ী চুলা বৃষ্টির পানিতে গলে গলে পড়ে। কাদা মাটিতে চলাফেরাসহ ওজু এবং গোসলে নানা দুর্ভোগে পড়ে মুসল্লিরা। তারপরও মুসল্লিদের তেমন আক্ষেপ নেই। তারা বলছেন, দীনের পথে মেহনত করতে এসে প্রাকৃতিক দুর্যোগ থাকতেই পারে। নতুন বার্তা/জবা  


No comments:

Post a Comment