Monday, January 12, 2015

অবরোধে ঢাকাসহ সারাদেশে ২২ গাড়িতে আগুন:RTNN

অবরোধে ঢাকাসহ সারাদেশে ২২ গাড়িতে আগুন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ষষ্ঠ দিন রবিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে অন্তত ২২ গাড়িতে আগুন দেয়া হয়েছে। ঢাকায় আগুন দেয়া হয় অন্তত নয়টি গাড়িতে। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সাভারের আশুলিয়ায় ডেইরি গেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। রাত সাড়ে ৯টার দিকে একটি শ্রমিকবাহী (ঢাকা মেট্রো-জ-
১৪-২১৫০) বাস আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট কারখানার সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বিকেল সোয়া ৪টার দিকে রাজধানী শেওড়াপাড়ায় জাবালে নূর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর দক্ষিণ কমলাপুরে সরদার গার্মেন্টস সংলগ্ন রাস্তায় লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাতরা। এতে লেগুনা চালক সেলিম (৩৫) দগ্ধ হয়েছেন। রাত সোয়া ৮টার দিকে মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ডে একটি ১২ নম্বর বাসে আগুন দেয়া হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেননি। রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার ওভার ব্রিজের নিচে সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে অজ্ঞাতরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বাস পুড়ে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় একই সময় মহাখালীর ওয়ারলেস গেটে মিছিল নিয়ে কিছু যুবক কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে তারা একটি প্রাইভেটকার ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রামে একটি বাস ও একটি লেগুনায়, গাজীপুরে একটি বাস ও একটি ট্রাক, নড়াইলে একটি ট্রাক, কুমিল্লায় দুটি ট্রাক, সিরাজগঞ্জে অটোরিকশায়, দিনাজপুরে দুটি ট্রাক, হবিগঞ্জে একটি ট্রাক, বগুড়ায় একটি ট্রাক এবং সিলেটে একটি ট্রাকে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। মন্তব্য      


No comments:

Post a Comment