Tuesday, January 13, 2015

অবরোধে ঢাকাসহ সারাদেশে ৪২ গাড়িতে আগুন (ভিডিও):RTNN

অবরোধে ঢাকাসহ সারাদেশে ৪২ গাড়িতে আগুন (ভিডিও) নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের সপ্তম দিন সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪২টি গাড়িতে আগুন দেয়া হয়। এর মধ্যে ঢাকাতেই ১৩টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সব গাড়িতে আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা। রাজধানী ঢাকায় রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকায় বেঙ্গল গ্য
ালারি এবং রাজারবাগ পুলিশ লাইনের সামনে দুটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে অজ্ঞাত ব্যক্তিরা। যাত্রাবাড়ীতে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে অন্তত চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সব ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে, প্রায় একই সময় মিরপুর-১১ নম্বরে সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। রাত পৌনে ৮টার দিকে রাজধানীর লালবাগ বাগানবাড়ি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ভাঙচুর চালানো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা। তবে এতে কেউ হতাহত হয়নি। রাত সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারের তিতাস গ্যাস ভবনের সামনে ইটিসি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে নবাবপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়। এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নর্দা বাসস্ট্যান্ডে তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। সকাল ১০টার দিকে রাজধানীর গোলাপশাহ মাজারের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীরা দ্রুত নেমে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে রাতে প্রায় একই সময়ে চার গাড়িতে আগুন দেয় অজ্ঞাতরা। এরমধ্যে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে দুটি উৎসব বাস ও শহরের মণ্ডলপাড়ায় একটি এবং রূপগঞ্জে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। ঢাকার অদূরে সাভারের তেতুলঝোড়ায় ট্রাকে এবং রাজফুলবাড়িয়া ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। গাজীপুরে দিনের বেলায় সেভেন রিংস সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ও লেগুনাসহ চারটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রাতে চৌরাস্তা ও ডুয়েটের কাছে দুটি বাসে আগুন দেয়া হয়। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় কাগজবাহী একটি ট্রাক ও খুলশিতে অটোরিকশায় আগুন দিয়েছে অজ্ঞাতরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় দুইটি ট্রাকে ভাঙচুর ও আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সিলেট জেলার দক্ষিণ সুরমায় একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া রাতে জেলার চন্ডিবপুরে ট্রাকে এবং সুবিদবাজারে দুটি মাইক্রোবাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। মুন্সীগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রাজশাহীতে আলুবোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের সামনে ওই পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চাঁদপুর শহরে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে অবরোধকা সমর্থকরা। এ ঘটনায় রাজু বকাউল (২৭) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়ায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এছাড়া দুটি ট্রাকও ভাঙচুর করা হয়। নোয়াখালীর দত্তেরহাটে তিনটি অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। প্রায় একই সময়ে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে তারা অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে। এতে পাঁচজন আহত হয়। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় মালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মন্তব্য      


No comments:

Post a Comment