
মিয়ার মেয়ে মুনিয়া আক্তার মামুনি। তারা দুজনেই পুলিশের কনস্টেবল পদে ছিলেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা জানিয়েছেন, আবদুল গনি রোডের পিসিআর-এ ডিউটি ছিল তাদের। সেখানে যাওয়ার জন্য ভোরে রাজারবাগ পুলিশ লাইন থেকে তাদের নিয়ে বাসটি রওনা হয়। পথে ফকিরাপুলে মতিঝিল থেকে কাকরাইলগামী একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চত করে বলেন, নারী পুলিশ সদস্যদের বহনকারী বাসটির সঙ্গে দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে অন্তত ১৫ জন নারী পুলিশ সদস্য গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে মারা যান কনস্টেবল আকলিমা ও মুনরা। আহতদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে, তারা হলেন- ইয়াসমিন, সীমা, শাহানাজ, আলফা, ফরিদা, সোহাদা ও সালমা। মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী জানিয়েছেন, ওই বাসে ৩০ থেকে ৩২ জন নারী পুলিশ ছিলেন। গুরুতর আহত নয়জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আহত আরো কয়েকজনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ট্রাকের চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি। মন্তব্য
No comments:
Post a Comment