ve/www/delivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, সকালে উত্তরবঙ্গগামী ট্যাক্সিক্যাবটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্যাক্সিক্যাবের তিনজন যাত্রী নিহত হন। আহত হন আরো ছয়জন। আহত যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, নিহত তিনজনের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে আটক করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত মামলা হয়নি। নতুন বার্তা/জিহ
Tuesday, January 13, 2015
ট্রাক-ট্যাক্সিক্যাব মুখোমুখি, নিহত ৩ :Natun Barta
টাঙ্গাইল: টাঙ্গাইলে ট্রাক ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ve/www/delivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, সকালে উত্তরবঙ্গগামী ট্যাক্সিক্যাবটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্যাক্সিক্যাবের তিনজন যাত্রী নিহত হন। আহত হন আরো ছয়জন। আহত যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, নিহত তিনজনের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে আটক করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত মামলা হয়নি। নতুন বার্তা/জিহ
ve/www/delivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, সকালে উত্তরবঙ্গগামী ট্যাক্সিক্যাবটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্যাক্সিক্যাবের তিনজন যাত্রী নিহত হন। আহত হন আরো ছয়জন। আহত যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, নিহত তিনজনের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে আটক করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত মামলা হয়নি। নতুন বার্তা/জিহ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment