Tuesday, January 13, 2015

পাড়ায়-মহল্লায় প্রতিরোধ কমিটি করবে ১৪ দল :Natun Barta

ঢাকা: আন্দোলনের নামে সন্ত্রাস ঠেকাতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারাদেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এ লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করবেন ১৪ দলের শীর্ষ নেতারা। এ ছাড়া সভা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং সারাদেশে উপজেলা পর্যায়ে ১৪ দলের জনসভার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিন
ার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, “দেশ স্বাভাবিক রয়েছে, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের তো কোনো দল নেই। খালেদার সৈনিকরা তো মাঠে নেই। কিন্তু তার সন্ত্রাসীরা মাঠে রয়েছে। এ জন্যই তারা চোরাগোপ্তা হামলা করছে।” তিনি বলেন, “বিএনপি এখন তৃতীয় শ্রেণীর রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। তাহলে বিএনপি এখন কোথায় গেছে? বিএনপির জন্য আমাদের করুণা হয়। আমরা লজ্জিত। তারা বিদেশিদের নিয়েও মিথ্যা কথা বলে।” নাসিম বলেন, “বিএনপিকে বলব, সন্ত্রাস বাদ দেন। মিথ্যাচারের ভাঙা ক্যাসেট বাদ দেন। আমরা প্রশাসনকে আরো কঠোর হতে বলব। তাদের আরো কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তাদের আর বিন্দুমাত্র ছাড় নয়। এদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে।” বাংলাদেশের কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদল এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এ আউয়াল এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ। নতুন বার্তা/বিজে/জবা


No comments:

Post a Comment