Monday, December 29, 2014

২০ দলীয় জোটের হরতাল চলছে:Time News

২০ দলীয় জোটের হরতাল চলছে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৯ ডিসেম্বর, ২০১৪ ০৮:১৮:২২ জনসভায় বাধা দেওয়া ও নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল পালিত হচ্ছে। সোমবার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালের সমর্থনে রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিএনপি-জামায়াত। হরতাল সফল করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে জাতীয়তাবাদী
ছাত্রদল ও ছাত্র শিবির। হরতালকে কেন্দ্র করে রাজধানীর কয়েক জায়গায় গাড়ি ভাঙচুর, আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে রাজনৈতিকভাবে হরতাল মোকাবিলা করা হবে বলে ঘোষণা দিয়েছে ক্ষমতাশীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ ঘোষণা দেন ১৪ দল সমন্বয়ক মোহাম্মদ নাসিম। ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেওয়া, বিএনপির শীর্ষ নেতাসহ সকল গ্রেফতারদের মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করে ২০ দলীয় জোট। গত শনিবার জোটের মহাসচিবদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও খাবারের দোকান, সংবাদপত্র ও মিডিয়ার যানবাহন প্রভৃতি এই হরতালের আওতার বাইরে থাকবে। এ ছাড়া চট্টগ্রামের লালদিঘির মাঠ এলাকায় গাউসুল আজম সম্মেলন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ। জেএ


No comments:

Post a Comment