Monday, December 15, 2014

‘দেশ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে’:Time News

‘দেশ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে’ স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৫ ডিসেম্বর, ২০১৪ ১৭:১৭:৩৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, স্বাধীনতা অর্জনের ৪৩বছর পরে দেশ আজ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে। কবিদেরকে কবিতা দিয়ে বিজয়ের এইদিনে জাতিকে জাগিয়ে তুলতে হবে। গণতন্ত্রের লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। জাতিকে বুঝাতে হবেতাদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে। এখনই
সবাইকে স্বজাগ হতে হবে। সোমবার সকাল ১০টায়  বিজয়ের ৪৩বছর পূর্তিতে ‘নবধারা’র উদ্যোগে, জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনের ভিআইপি লাউঞ্চ- এ ‘এই বিজয় আমাদের বিজয়’ শীর্ষক কবিতা পাঠ, বিজয়ের গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবধারার সভাপতি কবি আল মুজাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসাবে আরো বক্তব্য রাখেন কবি সোলায়মান আহসান, চিত্রনায়ক শেখ আবুল কাসেম মিঠুন, কবি ইসমাঈল হোসেন দিনাজী, শরীফ বায়জিদ মাহমুদ, আবেদুর রহমান, কবি আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাজ্জাদ হোসাইন খান, কবি আফসার নিজাম, কবি আবদুল কুদ্দুস ফরিদী, কবি রেদওয়ানুল হক, কবি ফারাহ বিনতে বশির দোলন, কবি ফারুক মোহাম্মদ ওমর, কবি শাহিদুল ইসলাম, কবি একেএম মুজিবুর রহমান, কবি সাঈদ যুবায়ের, আবৃত্তিকার ইকবাল সাকী। বিশেষ অতিথি কবি সোলায়মান আহসান বলেন, বিজয়ের এইদিনে আমাদের ইতিহাস সচেতন হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে স্বাধীনতা অর্জন করেছি তার সুফল আমরা পাচ্ছিনা। স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্রপ্ রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি চিত্রনায়ক শেখ আবুল কাসেম মিঠুন বলেন, বিজয়ের এইদিনে আমাদের প্রকৃত ইতিহাস জানতে হবে। কবিরাই পারে সত্যিকার ইতিহাস জনগণের কাছে তুলে ধরতে।  সভাপতির বক্তব্যে কবি আল মুজাহিদী বলেন, আমাদের হাজার বছরের ঐতিয্যকে মুছে ফেলার চক্রান্ত চলছে। আজকের গণতন্ত্রহীন শাসকরা সেই চক্রান্তকে নানাভাবে ইন্ধন দিচ্ছে। আজ সময় এসেছে সচেতন হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার। আহসান হাবীব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে গান পরিবেশন করে মল্লিক একাডেমী, অনুপম সাংস্কৃতিকসংসদেরশিল্পীবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ব্যাক্তিবর্গ যোগদান করেন। জেআই


No comments:

Post a Comment