এই জয় ঐতিহাসিক। আমার এই জয় আমি তিউনিশিয়ার শহীদদের জন্য উৎসর্গ করছি। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ইসেবসি একজন ধর্মনিরপেক্ষতাবাদী নেতা। তিনি নিদা টুন পার্টির পক্ষ থেকে নির্বাচন করেন।নির্বাচনে তার বিপক্ষে প্রতিদ্বন্দিতা করেন আধুনিক ইসলামপন্থী দল আন নাহদা দলের প্রধান ক্ষমতাসীন মনচেফ মারজুকি। ফ্রান্সের কাছ থেকে ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার পর এই প্রথম দেশটিতে স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। ২০১১ সালের আরব বসন্তের সময় দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান দেশটির স্বৈরশাসক জয়নাল আবদিন বেন আলী। প্রথম পর্বের নির্বাচনে মনচেফকে পরাজিত করেন ইসেবসি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় পর্বে গড়ায় নির্বাচন। এদিকে নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল লিবিয়ার সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির মোট ভোটারের সংখ্যা ৫৩ লাখ।কারণ প্রথম পর্বের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। সূত্র : আলজাজিরা, বিবিসি। ইআর
Monday, December 22, 2014
তিউনিসিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ইসেবসি:Time News
তিউনিসিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ইসেবসি আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ ডিসেম্বর, ২০১৪ ০৯:১৫:৩৯ স্বাধীনতার ৫৮ বছর পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বেজি কায়েদ ইসেবসি (৮৮)। তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে ৫৫.৫ শতাংশ ভোট পেয়ে প্রথম বারের মত নির্বাচিত প্রেসিডেন্ট হলেন বেজি কায়েদ ইসেবসি (৮৮)। অফিসিয়ালি নির্বাচনের ফলাফল এখনো ঘোষনা করা হয়নি। ইসেবসি বলেন, আমার
এই জয় ঐতিহাসিক। আমার এই জয় আমি তিউনিশিয়ার শহীদদের জন্য উৎসর্গ করছি। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ইসেবসি একজন ধর্মনিরপেক্ষতাবাদী নেতা। তিনি নিদা টুন পার্টির পক্ষ থেকে নির্বাচন করেন।নির্বাচনে তার বিপক্ষে প্রতিদ্বন্দিতা করেন আধুনিক ইসলামপন্থী দল আন নাহদা দলের প্রধান ক্ষমতাসীন মনচেফ মারজুকি। ফ্রান্সের কাছ থেকে ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার পর এই প্রথম দেশটিতে স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। ২০১১ সালের আরব বসন্তের সময় দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান দেশটির স্বৈরশাসক জয়নাল আবদিন বেন আলী। প্রথম পর্বের নির্বাচনে মনচেফকে পরাজিত করেন ইসেবসি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় পর্বে গড়ায় নির্বাচন। এদিকে নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল লিবিয়ার সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির মোট ভোটারের সংখ্যা ৫৩ লাখ।কারণ প্রথম পর্বের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। সূত্র : আলজাজিরা, বিবিসি। ইআর
এই জয় ঐতিহাসিক। আমার এই জয় আমি তিউনিশিয়ার শহীদদের জন্য উৎসর্গ করছি। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ইসেবসি একজন ধর্মনিরপেক্ষতাবাদী নেতা। তিনি নিদা টুন পার্টির পক্ষ থেকে নির্বাচন করেন।নির্বাচনে তার বিপক্ষে প্রতিদ্বন্দিতা করেন আধুনিক ইসলামপন্থী দল আন নাহদা দলের প্রধান ক্ষমতাসীন মনচেফ মারজুকি। ফ্রান্সের কাছ থেকে ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার পর এই প্রথম দেশটিতে স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। ২০১১ সালের আরব বসন্তের সময় দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান দেশটির স্বৈরশাসক জয়নাল আবদিন বেন আলী। প্রথম পর্বের নির্বাচনে মনচেফকে পরাজিত করেন ইসেবসি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় পর্বে গড়ায় নির্বাচন। এদিকে নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল লিবিয়ার সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির মোট ভোটারের সংখ্যা ৫৩ লাখ।কারণ প্রথম পর্বের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। সূত্র : আলজাজিরা, বিবিসি। ইআর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment