Tuesday, December 30, 2014

সিলেটে পুলিশ-শিবির ধাওয়া পাল্টা-ধাওয়া, আটক ২:Time News

সিলেটে পুলিশ-শিবির ধাওয়া পাল্টা-ধাওয়া, আটক ২ সিলেট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ৩০ ডিসেম্বর, ২০১৪ ১০:২৮:৩৩ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।এসময় পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দলীয় জোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে সকালে সাগরদিঘির পাড় থেকে মিছিল করে লন্ডনী রোড ঘুরে ফে
র সেখানে এসে রাস্তায় পিকেটিং করে শিবিরকর্মীরা। এসময় তারা রাস্তার ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নগর পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছলে শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে একপর্যায়ে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, একই সময় নগরীর মিরাবাজার এলাকায় আরেকটি ঝটিকা মিছিল করেছে শিবির কর্মীরা। মিছিল শেষে মিরাবাজার পয়েন্টে কিছুক্ষণ অবস্থান করে তারা। তবে পুলিশ আসার আগেই দ্রুত সটকে পড়ে। এছাড়া হরতাল চলাকালে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, ৠাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করছে। নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন ছাড়তে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আটক বিএনপির মহানগর আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও হত্যাসহ একাধিক মামলায় কারাবন্দি মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার সিলেট মহানগর ও জেলায় আধাবেলা হরতাল ডাকে ২০ দলীয় জোট। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। ইআর  


No comments:

Post a Comment