Thursday, December 11, 2014

সিটি নির্বাচন কোটালি রাজনীতির কাছে জিম্মি: বদিউল:RTNN

সিটি নির্বাচন কোটালি রাজনীতির কাছে জিম্মি: বদিউল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের কোটালিপাড়াকে ইঙ্গিত করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কোটালি স্বার্থের রাজনীতির কাছে জিম্মি হয়ে গেছে।’ তিনি বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন চাই’ শীর্ষক
গোলটেবিল আলোচনায় একথা বলেন। বদিউল আলম বলেন, ‘এটা এখন সুস্পষ্ট যে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন একটি রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে। তারা যেভাবে ইচ্ছা সেভাবেই নির্বাচন দিচ্ছে। এতে অন্য কারো মতামতের কোনো সুযোগ রাখছে না।’ তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে অনির্বাচিত শাসক বিরাজ করছে। এতে সংবিধান লঙ্ঘন হচ্ছে। সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় নির্বাচনের কথা থাকলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার জেলা পরিষদ নির্বাচন দেয়নি।’ সুজন সম্পাদক প্রশ্ন রেখে বলেন, ‘রাষ্ট্র কি উদ্দেশে, কার স্বার্থে পরিচালিত হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। আসলে সরকার নাগরিকের স্বার্থে, নাকি অন্য কারো স্বার্থে সেটা এখন কুবই অস্পষ্ট।’ আলোচনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান, নির্বাহী সদস্য বিচারপতি কাজী এবাদুল হক, আলী ইমাম মজুমদার, শ. ম সিদ্দিকী প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment