Thursday, December 11, 2014

‘বাবাকে একনজর দেখার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি’:RTNN

‘বাবাকে একনজর দেখার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি’ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের বিচারে ফাঁসির নামে ‘হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছেন তার বড় ছেলে হাসান জামিল। তিনি বলেন, ‘হত্যার পর আমার বাবাকে একনজর দেখারও সুযোগ দেয়নি সরকার। এমনকি বাবার নামাজে জানাজায়ও অংশগ্রহণ করতে দেয়া হয়নি।’ বৃহস্পতিবার সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সম
িতির মিলনায়তনে আবদুল কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসান জামিল এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘যথেষ্ট আইনি সুযোগ-সুবিধা না দিয়ে আমার বাবাকে হত্যা করা হয়েছে। বাবাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে সরকার আমাদের প্রতি জুলুম করেছে।’ হাসান জামিল বলেন, ‘ন্যায়বিচার বঞ্চিত এক অসহায় পিতার ছেলে হিসেবে আমি আমাদের পরিবারে প্রতি করা জুলুমের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম।’ তিনি বলেন, ‘গত বছর এই দিনে আমরা শুধু একজন বাবাকেই হারায়নি। এদেশের ইসলামী আন্দোলনের একজন নেতাকে হারিয়েছি।’ হাসান জামিল দাবি করেন, ‘জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের বাধা সত্ত্বেও তড়িঘড়ি করে সরকার আমার বাবাকে হত্যা করেছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার বাবা মৃত্যুর আগে জেনে যেতে পারলেন না তাকে রিভিউ করার সুয়োগ দেয়া হয়েছে কিনা। রিভিউ খারিজ করার সঙ্গে সঙ্গে সরকার রায় কার্যকর করেছে। কিন্তু ফাঁসি দেওয়ার ৩৪৮ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, তাতে রিভিউ করার সুযোগও দেয়া হয়েছে।’ এ সময় হাসান জামিল ফাঁসি কার্যকরের পর যারা তার বাবা আবদুল কাদের মোল্লার গায়েবানা জানাজা পড়েছেন, তাদের ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আবদুল কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ খান, সাইফুর রহমান, আসাদ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাত ১০টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরা করা হয়। মন্তব্য      


No comments:

Post a Comment