Sunday, December 21, 2014

তারেকের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা:RTNN

তারেকের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা নিজস্ব প্রতিনিধি আরটিএনএন সিলেট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলাসহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা মন্তব্যের কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিলেটের আদালতে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদুল করিমের আদালতে মামলাটি দায়ের করেন সিলেট মহানগর ছাত্রলীগ সভাপ
তি রাহাত তরফদার। রাহাত তরফদার বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।  মামলায় রাষ্ট্রপক্ষে কৌশলী ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল  ইসলাম। তিনি বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটুক্তির জন্য ১২৩ এর-এ ধারায় রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এ সময় বাদি পক্ষে সিনিয়র আইনজীবী নিজাম উদ্দিন, সহকারি পিপি জসিম উদ্দিনসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। মন্তব্য      


No comments:

Post a Comment