Thursday, December 11, 2014

উদ্ধার হলো ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার:RTNN

উদ্ধার হলো ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার নিজস্ব প্রতিনিধি আরটিএনএন বাগেরহাট: সুন্দরবনের শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটারেরও বেশি তেল নিয়ে ডুবে যাওয়া জাহাজটিকে বেসরকারি উদ্যোগে নদীর তীরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মালিক পক্ষের উদ্যোগে দেশীয় পদ্ধতিতে জাহাজটিকে তীরে টেনে নেওয়া হয়। গত মঙ্গলবার ভোরে ফার্নেস তেলবাহী ওটি সাউদার্ন স্টার-৭ অপর একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়। জা
হাজ থেকে ছড়িয়ে পড়া তেলে হুমকির মুখে পড়েছে সুন্দরবন ও এর জীববৈচিত্র। ডুবে যাওয়া তেলবাহী জাহাজের মালিকানা প্রতিষ্ঠান মের্সাস হারুণ অ্যান্ড কোং এর ব্যবস্থাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, তিনটি কার্গো জাহাজ ও স্থানীয় ডুবুরিদের সহায়তায় দেশীয় পদ্ধতিতে ডুবন্ত জাহাজটিকে তারা তীরের দিকে টেনে নেন। সন্ধ্যার মধ্যেই এটিকে খুলনা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশাবাদ জানান তিনি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাহাজটি উদ্ধারে বেসরকারিভাবে অভিযান শুরু করে ‘খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’ নামে একটি জাহাজ। মংলার নৌযান উদ্ধারকারী বেসরকারি সংস্থা খান জাহান আলী (রহ.) স্যালভেজ এন্টারপ্রাইজের বার্জ (উদ্ধারকারী নৌযান) বিডি রাইজিং ট্যাঙ্কারটি উদ্ধার কাজে সহায়তা করেছে। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কোনো উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছেনি। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে নারায়ণগঞ্জ ও বরিশাল থেকে গত মঙ্গলবার রাতে প্রত্যয় ও নির্ভীক নামের দুটি জাহাজ রওনা দেওয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা। জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছেছে কিনা জানতে চাইলে বিআইডব্লিউটিএর খুলনার নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন সকাল ১১টায় প্রথম আলোকে বলেন, ‘প্রত্যয় পথে আছে। নির্ভীক কোথায় আছে জানতে পারছি না।’ মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএনময়মনসিংহ: জেলার মুক্তাগাছায় দুই পুলিশ কর্মকর্তাকে (এএসআই) কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্ . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনবাগেরহাট: সুন্দরবনের শেলা নদীতে ঘন কুয়াশার মধ্যে একটি মালবাহী জাহাজের ধাক্কায় সাড়ে তিন লাখ লিটার . . . বিস্তারিত            


No comments:

Post a Comment