Monday, December 29, 2014

বিমানটির বিধ্বস্ত হওয়ার আশঙ্কা, ফের অনুসন্ধান শুরু:RTNN

বিমানটির বিধ্বস্ত হওয়ার আশঙ্কা, ফের অনুসন্ধান শুরু আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জাকার্তা: এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধান সোমবার সকালে আবার শুরু হয়েছে। এখনো ভালো সংবাদের আশায় প্রতীক্ষার প্রহর গুনছেন বিমানটির আরোহীদের স্বজননরা। তবে ইন্দোনেশিয়ার উদ্ধারকাজে নিয়োজিত শীর্ষ কর্মকর্তারা বলছেন যে রাডারের তথ্য বিশ্লেষণ করে তাদের আশঙ্কা বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এখন সাগরের তলদেশে অবস্থান করছে।
রবিবার সকালে ১৬২ যাত্রী নিয়ে এয়ার এশিয়ার বিমানটি নিখোঁজ হয়। বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। উড্ডয়নের দুঘণ্টা পর বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময়ের মধ্যে বিমানটি কোনো সতর্ক সংকেত দেয়নি। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি তার নির্ধারিত গতিপথ ছেড়ে অন্য পথ ধরেছিল। ঘন মেঘ এড়িয়ে চলার জন্য বিমানটি ৩৮,০০০ ফুট উপরে উড্ডয়ন করছিল বলে জানায় ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়। এয়ার এশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ারবাস ৩২০-২০০ মডেলের বিমানটিতে ১৬২ আরোহী ছিলেন যাদের মধ্যে ১৫৫ জন যাত্রী, দুজন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।   আরোহীদের মধ্যে ১৫৭ জন ইন্দোনেশীয়, তিনজন দক্ষিণ কোরীয়, একজন মালয়েশীয় এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। সূত্র: সিএনএন, রয়টার্স মন্তব্য      


No comments:

Post a Comment