Wednesday, December 31, 2014

রাজধানীর ২০ স্পটে জামায়াতের মিছিল, পুলিশের গুলি:RTNN

রাজধানীর ২০ স্পটে জামায়াতের মিছিল, পুলিশের গুলি নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ট্রাইব্যুনালের রায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির প্রতিবাদে দুদিনের হরতালের প্রথম দিন পালন করছে জামায়াতে ইসলামী। বুধবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই হরতালের সমর্থনে রাজধানী ঢাকার অন্তত ২০টি স্পটে মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা ক
রে। এছাড়া বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে বেশিরভাগ মিছিলই পুলিশ গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসব ঘটনায় অন্তত ১৫ জন আহত হলেও আটকের কোনো খবর পাওয়া যায়নি। সকাল সাতটার দিকে রমনা থানা জামায়াত রাজধানীর মগবাজার চৌরাস্তায় মিছিল বের করে। মিছিল শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রেল লাইন অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কর্মসূচিতে গুলি চালায়। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে বেশ কিছু সময় পুলিশের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে দাবি রমনা থানা জামায়াতের। রমনা থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান এই কর্মসূচির নেতৃত্ব দেন। এছাড়া উপস্থিত ছিলেন- থানা কর্মপরিষদ সদস্য ইউছুফ আলী মোল্লা, আবদুল কাইয়ুম ফয়সল, ওয়ার্ড সভাপতি আকতার হোসেন, সাঈদ তারেক, শিবির নেতা আশ্রাফ উদ্দনি, মুরাদ হোসেন, আকরাম হোসেন প্রমুখ। এছাড়া মগবাজারের নয়াটোলা, মধুবাগেও হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। প্রায় একই সময়ে রাজধানীর উত্তরা ও তিতুমীর কলেজ এলাকায় মিছিল ও পিকেটিং করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। উত্তরার দক্ষিণ খানের মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারি তারিক হাসান। আর মহাখালীর কলেরা হাসাপাতাল এলাকায় সকাল সোয়া সাতটার দিকে হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখা। মিছিলে নেতৃত্ব দেন তিতুমীর কলেজ সভাপতি সোয়াইব আক্তার। সকালে পৌনে সাতটার দিকে গেণ্ডারিয়ায় রেলের ঘুণ্টিঘরের সামনে হরতাল সমর্থকরা ঢিল ছুড়ে একটি লরিতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। রাজধানী খিলগাঁও এলাকায় সকাল আটটার দিকে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। এ সময় শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সংগঠনটির বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। প্রায় একই সময়ে রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা শিবির শাখার উদ্যোগে হরতাল সমর্থনে মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন আলিয়া মাদ্রাসার শিবির সভাপতি রেদোয়ানুল্লা। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীনের নেতৃত্বে রাজধানীর ভাটারা এলাকায় হরতাল সমর্থনে মিছিল ও সমাবেশ হয়েছে। জামায়াত ঢাকা মহানগরীর এই মিছিলটি ভাটারা বাজার থেকে শুরু হয়ে আশপাশের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভাটারা থানা সেক্রেটারি আব্দুল কাইয়ুম, ছাত্রনেতা আনিসুর রহমান বিশ্বাস, আবদুর রহমান, খোকা মিয়া প্রমুখ। হরতালের সমর্থনে সকাল সাড়ে ছয়টায় গাবতলী বাস টার্মিনাল, মিরপুর এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াত। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে অন্তত পাঁচজন আহত হন। হরতালের সমর্থনে বুধবার সকাল সাতটায় লালবাগ এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। লালবাগ থানা আমির আবু আনাস মো. আবদুল্লাহর নেতৃত্বে মিছিলটি লালবাগ চৌরাস্তা থেকে শুরু হয়ে শেখ সাহেব বাজারে গিয়ে শেষ হয়। হরতালের সকালে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি খুব একটা দেখা যায়নি। তবে গণপরিবহন, অটোরিক্সা ও রিক্সা চলতে দেখা গেছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলঅচল স্বাভাবিক রয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বিকেল পাঁচটা পর্যন্ত এই হরতাল চলবে। একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও একই কর্মসূচি রয়েছে জামায়াতের। মন্তব্য      


No comments:

Post a Comment