Sunday, December 21, 2014

শিবিরকে প্রস্তুত হতে বললেন ফখরুল:RTNN

শিবিরকে প্রস্তুত হতে বললেন ফখরুল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মির্জা ফখরুলকে শিবির নেতৃবৃন্দ তাদের প্রকাশিত নববর্ষের বিভিন্ন প্রকা
শনা উপহার দেন। এ সময় আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সময় জুলুম-নিযার্তনের সকল তথ্য সম্বিলিত বিশেষ স্মারক ও ছাত্রশিবিরের বই ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার ইসলামী ছাত্রশিবির’ বিএনপির মুখপাত্রকে দেয়া হয়। এছাড়া শিবিরের নেতারা বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনাও ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে পৌঁছে দেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন- শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আহম্মদ সালমান, ঢাকা মহানগর পূর্বের প্রচার সম্পাদক আবদুল কাদের, শিবির নেতা আবদুর রহমান, সাইদুর রহমান প্রমুখ। শিবির নেতাদের সঙ্গে বেশ কিছু সময় মির্জা ফখরুল বৈঠকও করেন। এ সময় তিনি ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ-খবর নেন। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে ছাত্রশিবির নেতাদের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল। সাক্ষাৎ বিষয়ে ঢাকা মহানগর পূর্বের প্রচার সম্পাদক আবদুল কাদের বলেন, ‘শিবিরে বিভিন্ন প্রকাশনা দিতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি।’ তিনি বলেন, ‘সাক্ষাৎকালে তিনি আমাদের সার্বিক খোঁজ-খবর নেন। আর অবৈধ সরকার পতনে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, সেভাবে আমাদের প্রস্তুতি নিতে বলেছেন।’ মন্তব্য      


No comments:

Post a Comment