Thursday, December 25, 2014

বিএনপি নেতাদের গাড়িতে হামলার হুমকি হানিফের:RTNN

বিএনপি নেতাদের গাড়িতে হামলার হুমকি হানিফের নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: এবার বিএনপি নেতাদের গাড়িতে হামলার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যলয়ে দলের সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ হুমকি দেন। ছবি বিশ্বাস এমপি’র ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করে হানিফ বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থ
াকুন। অন্যথায় আপনাদের গাড়িতে এভাবে হামলা হতে পারে। বুধবারের পরণতি আপাদেরও ঘটতে পারে।’ বিএনপির উস্কানিতে ওই ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, ‘আমরা শুনেছি গতকাল ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি চলার সময় বিএনপির ১০-১৫ জন সন্ত্রাসী তাদের ওপর সশস্ত্র হামলা করলে সংর্ঘষ বেঁধে যায়।’ আওয়ামী লীগের এ যুগ্ম-সম্পাদক বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা যেভাবে রাজপথে সশস্ত্র মহড়া দিয়েছে এবং বেগম জিয়ার গাড়িবহরকে যেভাবে সশস্ত্র পাহারায় নিয়ে গেছে, এরপর আর বলার অপেক্ষা রাখে না ওই সন্ত্রাসী বাহিনীর সাথে কেউ আগ বাড়িয়ে সংঘর্ষে লিপ্ত হবে। এটা বিশ্বাসযোগ্যও নয়।’ তিনি অভিযোগ করেন, সারাদেশ থেকে ১০/১৫ হাজার ক্যাডার এনে বিএনপি এ হামলা চালায়। গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা (বিএনপি) এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। ৫ জানুয়ারি একই স্থানে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে হানিফ বলেন, ‘অন্য দল কী কর্মসূচি দিয়েছে তা আমাদের জানার বিষয় নয়। তবে বিএনপি বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী।’ ব্রিফিংয়ে তিনি ঘোষণা করেন, গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। কর্তৃপক্ষের কাছে ১০দিন আগে আবেদন করে ওইদিন (৫ জানুয়ারি) বিকেল ৩ টায় সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে। এছাড়াও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment