Wednesday, December 31, 2014

২০১৪ সালে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১২৮, গুপ্তহত্যা ৮৮:RTNN

২০১৪ সালে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১২৮, গুপ্তহত্যা ৮৮ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ২০১৪ সালে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে ১২৮ জন নিহত হয়েছেন। এ সময় গুম ও গুপ্তহত্যার শিকার হয়েছেন ৮৮ জন এবং পুলিশ হেফাজতে মারা গেছেন ১৩ জন। এছাড়া চলতি বিদায়ী বছরটিতে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৪৭ জন। দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি
বাংলাদেশে ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাংলাদেশের ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল। আসক বলছে, ২০১৪ সালেও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড অব্যাহত ছিল। ২০১৩ সালে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭২ জন। ২০১৪ সালে এই সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। ২০১৪ সালে গুম ও গুপ্তহত্যার শিকার হয়েছেন ৮৮ জন। এর মধ্যে ১২ জন মুক্তি পেয়েছেন। ২৩ জনের লাশ উদ্ধার হয়েছে। দুজন কারাগারে এবং বাকিদের কোনো খোঁজ মেলেনি। ২০১৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে মারা গেছেন ১৩ জন। গ্রেপ্তারের আগে মারা গেছেন দুজন। আত্মহত্যা করেছেন একজন। ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ৬৬৪টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। এতে নিহত হয়েছে ১৪৭ জন। আহত আট হাজার ৩৭৩ জন। বছরটিতে মত প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা পাওয়ার অভিযোগ এসেছে। এসময় দুজন সাংবাদিক খুন হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন ২৩৯ জন। এ বছর হিন্দু সম্প্রদায়ের ৭৬১টি বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ১৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে। ২৪৭টি মন্দির ও মূর্তি ভাঙচুর করা হয়েছে। ২০১৪ সালে সীমান্তহত্যা ও নির্যাতনসহ ২৭৩টি ঘটনা ঘটে। এই সময় গুলিতে ১৬ এবং নির্যাতনে ১৬ জন নিহত হন। বছরটিতে নারী নির্যাতন আশঙ্কাজনক ভাবে বেড়েছে। ৭০৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০১৪ সালে অভিবাসীশ্রমিক ও মানবপাচারও বেড়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং সহিংস রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছে আসক। মন্তব্য      


No comments:

Post a Comment