Tuesday, December 30, 2014

বুধ ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল :Natun Barta

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুর ১টা ৫৮ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন।
ee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৫:৩০টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল। পরের দিন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৫:৩০টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি। জামায়াতের ডাকা দুই দিনের হরতালে আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি। এর আগে বেলা ১২টার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।   ১৫৮ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন ট্রাইব্যুনাল-১ এর সদস্যরা। ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে। তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। নতুন বার্তা/নিমা/জবা


No comments:

Post a Comment