Thursday, December 18, 2014

হাসিনা বাংলাদেশকে গিলে ফেলেছে: খালেদা :Natun Barta

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “হাসিনা বাংলাদেশকে গিলে ফেলেছে। হাসিনা যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে তা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে।” সর্বদলীয় ছাত্রঐক্যের কনভেনশনে বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন। খালেদা বলেন, “৫ জানুয়ারি কোনো নির্বাচন হয় নাই। আর যদি ২০০৮ সালের কথা ধরি সেটাও ফখরুদ্দিন-মঈনুদ্দিনের দয়ায় হয়েছে। জনগণ ভোট দেয়নি।” বিএনপি চেয়ারপারসন বলেন, “জনগণ নির
পেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা অর্থাৎ ২০ দলীয় জোট ও অন্যান্য দলগুলো নির্বাচনে না যাবার সিদ্ধান্ত নেই।” তিনি বলেন, “জনগণ ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। ভোট কেন্দ্রে কুকুরের উপস্থিতি দেখা গেছে। প্রধানের ভাষায় এটা কুত্তা মার্কা নির্বাচন হয়েছে।”   এ সরকার সম্পূর্ণভাবে অবৈধে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “এটা একটা অবৈধ পার্লামেন্ট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা সেখানে বসেছে।”   ডাকসুর সাবেক ছাত্র নেতৃবৃন্দ, সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ, তৎকালীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং ৬৪টি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এতে উপস্থিত আছেন।   নতুন বার্তা/বিইউ/জিহ  


No comments:

Post a Comment