Sunday, November 30, 2014

৮ হাজার কি.মি. দূরে মিজাইল ছুড়বে রাশিয়ান সাবমেরিন:Time News

৮ হাজার কি.মি. দূরে মিজাইল ছুড়বে রাশিয়ান সাবমেরিন আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ৩০ নভেম্বর, ২০১৪ ১১:১৩:১৫ রাশিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। ব্যারেন্ট সাগরে অবস্থিত পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার বোরি-ক্লাস আলেকজান্ডার নেভেস্কি পরমাণু সাবমেরিন থেকে বুলাভা আন্তঃমহাদে
শীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, পানির নিচ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র পরিকল্পনা মতোই পরীক্ষার পাল্লা অনুসারে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে আঘাত হানে। গত বছর পরীক্ষা ব্যর্থ হওয়ার পর এ নিয়ে বুলাভা ক্ষেপণাস্ত্রের তিন দফা পরীক্ষা করা হলো। সাবমেরিন থেকে ছোঁড়ার যোগ্য এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮,০০০ কিলোমিটার এবং একইসঙ্গে ১০টি ওয়ারহেড বয়ে নিয়ে যেতে পারে। পরীক্ষা সফল হওয়ার পর বোরি ক্লাস সাবমেরিনের প্রধান যুদ্ধাস্ত্র হবে এ ক্ষেপণাস্ত্র। আর বোরি ক্লাস সাবমেরিন হতে যাচ্ছে রুশ নৌবাহিনীর কৌশলগত পরমাণু শাখার মেরুদণ্ড। রেডিও তেহরান ইআর

No comments:

Post a Comment