Tuesday, November 25, 2014

রিভিউর সুযোগ পাবেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতরা:RTNN

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রিভিউর সুযোগ পাবেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতরা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আপিলের চুড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবেন। আর এ জন্য তারা সময় পাবেন ১৫ দিন। মঙ্গলবার জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ‘রিভিউ’ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।   কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়টি
নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. কুদ্দুস জামান। রায়ে বলা হয়েছে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে দণ্ডিতদের ক্ষেত্রেও আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন গ্রহণযোগ্য (মেনটেইনেবল) হবে। তবে তা আপিলের সমকক্ষ হবে না। সাধারণ মামলার ক্ষেত্রে রিভিউয়ের জন্য ৩০ দিন সময় দেওয়া হলেও এ আইনের মামলায় তা প্রযোজ্য হবে না। ১৯৭৩ সালের এই আইনের অধীনে আপিলের রিভিউয়ের সময় হবে ১৫দিন। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখলে এবং আসামিপক্ষ পুনর্বিবেচনার আবেদন করলে তার নিষ্পত্তি হওয়ার পর দণ্ড কার্যকর করা যাবে না। আপিল বিভাগের এ পর্যবেক্ষনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় চুড়ান্ত রায়ের পর সে রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা যাবে কি, যাবে না সে বিতর্কের অবসান ঘটলো। এখন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ১৫ দিনের মধ্যে তিনিও রিভিউ করতে পারবেন।   রিভিউ বিতর্ক শুরু হয় কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার পর থেকেই। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হয়ে তা গড়িয়েছে জামায়াত নেতা কামারুজ্জামান পর্যন্ত।   গত বছরের ১৭ সেপ্টেম্বর আপীল বিভাগ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়। প্রায় আড়াই মাসেরও বেশি সময় পর ৫ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের কপি প্রকাশের পর ৮ ডিসেম্বর সেটি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ট্রাইব্যুনাল ওইদিনই কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারি করে আদেশটি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়। রায়ের কপি হাতে পেয়েই তার ফাঁসি কার্যকর করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। কিন্তু রায়ের বিরুদ্ধে রিভিউ করতে আসামিপক্ষের উদ্যোগের প্রেক্ষাপটে ১০ ডিসেম্বর রাতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নিজ বাসভবনে কোর্ট বসিয়ে ফাঁসির আদেশ স্থগিত করেছিলেন।   পর দিন কাদের মোল্লার পক্ষে রিভিউ সংক্রান্ত দুটি আবেদন দায়ের করা হয়েছিল আপিল বিভাগে। পরে আপিল বিভাগ একদিন শুনানি করে আবেদন খারিজ করে দেন। রিভিউ আবেদন খারিজের দিন রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু রিভিউ আবেদন কী কারণে খারিজ হয়েছে তা স্পষ্ট করেননি আপিল বিভাগ।   মঙ্গলবার সেই রিভিউ আবেদনের পূর্নাঙ্গ রায় প্রকাশ হলো। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment