ঢাকা: বহিষ্কৃত মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে বুধবারের মধ্যে গ্রেফতার না করলে বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট। সোমবার দুপুরে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতারা পৃথক পৃথক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজত আমিরের প্রেস সচিব মুনির আহমেদ এবং ইসলামী ঐক্যজোটর যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ ওয়াসেল নতুন বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপ
ুরে চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির শাহ আহম্মদ শফী ও মহাসচিব জোনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে হেফাজত। এদিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। চট্রগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানিয়েছে, এই সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। নতুন বার্তা/নিমা/জবা
No comments:
Post a Comment