Wednesday, April 8, 2015

কুপিয়ে টাকা ছিনতাই, ছাত্রলীগকর্মী আটক:Time News

কুপিয়ে টাকা ছিনতাই, ছাত্রলীগকর্মী আটক ফেনী করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৮ এপ্রিল, ২০১৫ ০০:৫৪:৫১ ফেনীতে মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশের এক কর্মীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহর ছাত্রলীগের কর্মী মোহাম্মদ রাব্বিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের ট্রাংক রোডে পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশের ফেনীর ব্যবস্থাপক শরিফুল ই
সলাম  জানান, মঙ্গলবার বিকেলে শিহাব উদ্দিন নামে বিকাশের এককর্মী শহরের ট্রাংক রোডে পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে টাকা সংগ্রহ করে রিকশায় উঠেন। এর কিছুক্ষণ পরই রাব্বির নামের এক জনের নেতৃত্বে ৩-৪ জন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে জোর করে অস্ত্রের মুখে চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেছেন। এদিকে কর্মী আটকের ব্যাপারে ফেনী শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বাপ্পি  বলেন, ‘রাব্বি ছাত্রলীগেরকর্মী নয়। তবে সে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বসতো।’ ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান  বলেন, ‘বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়েরের পর মোহাম্মদ রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ জেআই


No comments:

Post a Comment