Wednesday, April 29, 2015

'৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়া সঠিক ছিলো':টাইমনিউজ

'৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়া সঠিক ছিলো' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৯ এপ্রিল, ২০১৫ ০১:০৮:৩৬ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী সিরাজ বলেছেন, তিন সিটি নির্বাচনে কারচুপির ঘটনা প্রমাণ করলো- '৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি সঠিক কাজটি করেছিলো' মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কাজী সিরাজ বলেন, বিএনপি টার্গেট নিয়েছিল- তারা নির্বাচনে য
াবে, কারচুপি হলে বর্জন করবে। কারচুপি হয়েছে, বিএনপি নির্বাচন বর্জনও করেছে। তারা এটা বোঝাতে সক্ষম হয়েছে- শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, এটা বিএনপির অর্জন। তিনি বলেন, মামলা হামলায় এমনিতেই বিএনপির নেতা-কর্মীরা কাবু হয়ে আছে। এর মধ্যে নির্বাচনের আগের দিন আবার নতুন করে দলের কর্মীদের মামলা হামলার হুমকি দেয়া হয়েছে। এমনকি নির্বাচনী ভোট কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি, অনেককে বের করে দেয়া হয়েছে। অনুষ্ঠানের আরেক আলোচক সাংবাদিক ফরিদ হোসেন বলেন, বিএনপি সকালেই নির্বাচন বর্জন করে ভুল করেছে। তারা বিকালে ভোট শেষ হওয়ার পর বর্জন করতে পারতো। এ সময় কাজী সিরাজ বলেন, না বিএনপি সকালে নির্বাচন বর্জন করে ঠিক কাজটিই করেছে। ভোট শেষে বর্জন করলে বলা হতো পরাজয় হওয়ায় বর্জন করা হয়েছে। এদিকে, চ্যানেল টোয়েন্টি ফোর এর আলোচনা অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বলেন, বার বার বলা হচ্ছে- বিএনপি জামায়াতকে ধ্বংস করা হবে, দমন করা হবে। এটা সম্ভব নয়, কারণ এই দলগুলো যে পরিস্থিতিতেই থাকুক ৩৩ ভাগ ভোট পায়। তিনি বলেন, এই রাষ্ট্র খুব নিরাপদে আছে-এমনটা ভাবা বোকামি ছাড়া কিছুই নয়। যে দেশে ইলিয়াস আলী আর সালাহউদ্দীনের মতো লোক নিখোঁজ হয়ে যায়। যতদিন পর্যন্ত একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আনতে পাবেন না, ততদিন গণতন্ত্রের অগ্রযাত্রা হবে না বলেও মন্তব্য করেন মিজানুর রহমান। জেএ

No comments:

Post a Comment